গরীবের রক্তে নাই কোনো দাম
আজ স্বাধীনতা দিবস l অসংখ্য চোর -ছ্যাচড় -ঘুষখোর জাতীয় পতাকা তুলবে এদিক ওদিক l দেশ ভক্তির ভাষণ দেবে সাদা পাঞ্জাবি পরে l গতানুগতিক ভঙ্গিমায় বক্সে গান বাজবে "মা তুঝে সেলাম" , "এ বাতন এ বাতন" ইত্যাদি ইত্যাদি l
পাড়ার বস্তির সারা গায়ে নোংরা মাখা বাচ্চা গুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে রোদে - দুটো বিস্কুট আর একটা লজেন্স-এর প্রতীক্ষায় l
ভারত বর্ষের স্বাধীনতা দিবস পালিত হবে l মঞ্চে বসে থাকা মাননীয় প্রধান অতিথিদের জন্য কলাকান্দ, ডিম সেদ্ধ সহযোগে টিফিন প্যাকেট তৈরি রাখবে উদ্যোক্তারা l
ক্লাবের ছেলেরা রাত জেগে জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেবে পথ ঘাট l স্বাধীনতার চরম স্বাদ আস্বাদনে টুবর্গ আসবে পেটি পেটি l দু-লাখ কম টাকা নয় l
ভারত বর্ষ আগের মতো আর নেই l এখন স্বচ্ছ ভারত বলে কথা l সব পরিস্কার l হ্যাঁ ব্যাংক গুলোও পরিস্কার হয়ে গেছে l বিজয় বাবু , নীরব বাবুরা স্বাধীন হয়ে গেছেন বিদেশে পালিয়ে l
দেশের চৌকিদার ঘুমিয়ে ঘুমিয়ে লাল কেল্লায় জাতীয় পতাকা তুলবেন কাল l ভাষণ দেবেন আচ্ছে দিনের গল্প শুনিয়ে l আম্বানির ভারত , আদানির ভারত জেগে উঠবে অনাবিল আনন্দে l
যে দেশে গৌরী লংকেশ , কুলবার্গিদের সত্যি কথা স্পষ্ট করে লেখার জন্য খুন হতে হয় , যে দেশে আদিবাসী মহিলাদের কুয়ো থেকে জল তোলার অধিকার থাকেনা , শাসক দলের পক্ষে কথা না বললে যে দেশে মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠানো হয় , যে দেশে সন্ধ্যে বেলা চলন্ত বাসে কলেজ পড়ুয়া ছাত্রী ধর্ষিত হয় , যে দেশের সরকারি হাসপাতালে এক মাসে ১২০ জন শিশুর মৃত্যু হয় , যে দেশে গরিব মানুষ হাসপাতালের ব্লাড ব্যংকের সামনে মাথা ঠুকে মরে গেলেও রক্ত পায়না - সেই দেশ কি ভাবে কবে স্বাধীন হল আমার জানতে খুব ইচ্ছে করে l খাতায় কলমে আর জহরলাল নেহেরুর কোন গোপন বোঝাপড়ায় ইংরেজরা দেশত্যাগ করেছিল জানি সে কাহিনী l জিন্না সাহেব কোন স্বার্থে নেহেরুর সাথে গোপন ডিলে বাজিমাত করে ছক্কা হাঁকিয়েছিল সাতচল্লিশে সবাই জানে সে কথা l
গণতন্ত্র যে দেশে বিপন্ন , বিরোধীদের ভোট দেওয়ার অপরাধে যে দেশে বাড়ি ঘর জ্বলে যায় , ধর্মের নামে যে দেশে দাঙ্গার আগুন জ্বলে -সে দেশ স্বাধীন ?
আরে স্বাধীন ফাদিন বলে কিছু নেই l যার অ্যাকাউন্ট ব্যালেন্স সেভিংস-এ যত বেশি সে তত বেশি দেশের রস চুসবে -ব্যস সিম্পল ফান্ডা l তাতে আপনি বিজেপি হন , সিপিএম হন , তৃণমূল হন বা কংগ্রেস হন - নো চিন্তা - দেশ আপনার মুঠোতে l গরিব শালা শুধু মিছিলে হেঁটে যাক একবার এ পতাকা একবার ও পতাকা ব্যস l ওদের নিয়েই তো ব্যবসা l দেশপ্রেমের ব্যবসা l "বন্দে মাতরম" বলে চিৎকার করে মর শালা গরিবরা l
আরে স্বাধীন ফাদিন বলে কিছু নেই l যার অ্যাকাউন্ট ব্যালেন্স সেভিংস-এ যত বেশি সে তত বেশি দেশের রস চুসবে -ব্যস সিম্পল ফান্ডা l তাতে আপনি বিজেপি হন , সিপিএম হন , তৃণমূল হন বা কংগ্রেস হন - নো চিন্তা - দেশ আপনার মুঠোতে l গরিব শালা শুধু মিছিলে হেঁটে যাক একবার এ পতাকা একবার ও পতাকা ব্যস l ওদের নিয়েই তো ব্যবসা l দেশপ্রেমের ব্যবসা l "বন্দে মাতরম" বলে চিৎকার করে মর শালা গরিবরা l
No comments:
Post a Comment